নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মনদী ইউনিয়নের শিলমান্দাী গ্রামে “এ এম বি ব্রিক ফিল্ড” কে পরিবেশ ছাড়পত্র না থাকায় নগদ একলাখ টাকা জরিমানা করে, ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর হুশিয়ারী দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভুমি) নইমুদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট ভাটার মালিক মাসুর রহমান মাসুদ এর কাছ থেকে এ জরিমানা আদায় করেন এবং উক্ত হুশিয়ারী দেন।
প্রসঙ্গত, এর আগেও একাধিক বার একই কারণে মাসুদকে জরিমানা করা সহ ইটভাটাটি বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু মাসুদুর রহমান ভ্রম্যমান আদালত চলে আসার সঙ্গে সঙ্গেই তা আবার চালু করে দেন। অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন করে “আমরা নারায়ণগঞ্জের সন্তান” নামের একটি সামাজিক সংগঠন। মানব বন্ধনের পুর্বে সংগঠনের নেতৃবন্দ সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্টরা জানান, এবার তাকে কঠোর হুশিয়ারী দেয়া হয়েছে। না মানলে পরবর্তীতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :