কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারে স্থাপিত গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে উক্ত স্কুলের সভাপতি মাঈনুদ্দিন সরকার খুশু`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন।
অত্র স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক সালাহউদ্দিন ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূইয়া, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন অব আইডিয়াল ইনষ্টিটিউটস বৃত্তি পরীক্ষা ২০২৩ইং টেলেন্টপুল ১৭টি, সাধারণ গ্রেড ০৮টি পেয়ে (বৃত্তি এসোসিয়েশনে প্রথম স্থান ও ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউটশন, কুমিল্লা। বৃত্তি পরীক্ষা- ২০২৩ইং টেলেন্টপুল ৪টি, সাধারণ গ্রেড ৬টি। কুমিল্লা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৩ইং ট্যালেন্টপুল-৬টি, সাধারণ গ্রেড-১৩টি এবং এফ.ডি.এস মেধাবৃত্তি-২০২৪ইং এ তিতাস উপজেলায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়ে প্রথম স্থান অর্জন করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :