ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় সাত বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের মাথা মুড়িয়ে মুখে আলকাতরা মেখে দিয়েছে স্থানীয়রা। ঘটনার ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ায় শিক্ষক হাফেজ আনোয়ার শেখকে (৪০) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ গেলেও অভিযোগ না পাওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান। তিনি বলেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ছাত্রকে ‘ধর্ষণের’ ওই ঘটনা মঙ্গলবার সকালে জানাজানি হলে মাদ্রাসায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পাঠানো হয়েছিল।
মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান বলেন, সোমবার রাতে শিক্ষক হাফেজ আনোয়ার শেখ (৪০) নাজরানা বিভাগের (দ্বিতীয় শ্রেণি) এক ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। রাতেই কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। তখন ছাত্র ও শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ আনোয়ার শেখকে সাময়িক বহিষ্কার করে। আনোয়ারের বাড়ি বোয়ালমারী উপজেলায়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘নির্যাতিত’ শিশুটি সকালে তার পরিবারকে বিষয়টি জানায়। তখন পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদ্রাসায় আসে। তারা ওই শিক্ষককে ধরে তার চুল কেটে মুখে আলকাতরা মাখিয়ে দেয়। পরে আনোয়ারের পরিবারের সদস্যরা এসে স্থানীয়দের কাছে ক্ষমা চান। তখন তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
“ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।” বলেন ওসি মোকছেদুর।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :