গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় তাঁর নির্বাচনী এলাকা শ্রীপুরের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শ্রীপুর পৌর শহরের প্রধান সড়কে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে। গাজীপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শরিফ মোহাম্মদ সিদ্দিকী মিছিলে নেতৃত্ব দেন। আনন্দ মিছিলটি শ্রীপুর টেংরা সড়কের মোড় থেকে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেইটে উপজেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সরাকার, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর মন্ডল, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহীন আহমেদ মোমতাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম খোকন, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু জাফর সরকার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক কায়সার মৃধা খোকন, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এস আলমসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
এদিকে, একই সময়ে শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধানের নেতৃত্বে পৌসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় এবং শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদের নেতৃত্বে মাওনা চৌরাস্তায় আনন্দ মিছিল করেছেন। ওইসব মিছিলে বিএনপি, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহন করে। অপর দিকে উপজেলার জৈনা বাজার ঢাকা-ময়মনসিংহ্ মহাসড়কে ২নং গাজীপুর ইউনিয়ন,তেলিহাটি ইউনিয়ন ও কাওরাইদ ইউনিয়ন বি এনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আযোজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে।
এসময় তেলিহাটি ইউনিয়নের সভাপতি এড.আবু জাফর,সাবেক সহ-সভাপতি নুরুল আমিন আকন্দ,কাউরাইদ ইউনিয়ন বি এন পি সাবেক সাধারন সম্পাদক সাহাব উদ্দিন বি এস সি,গাজীপুর ইউনিয়নের সহ-সভাপতি ইসরাফিল আলম মাষ্টার,গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি রাসেল আহম্মেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরাফত আলী,গাজীপুর জেলা ছাত্রদলে যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল করিম রিফাত মড়ল, তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাধারস সম্পাদক এরশাদ সরকার,বেসরকারি বিশ্ব বিদ্যালয় কেন্দ্রীয় সংসদের ছাত্র দলের সহ-সভাপতি উবাইদুল ইসলাম,বাপ্পী সরকার প্রমুখ। আনন্দ মিছিলে তিনটি ইউনিয়নের বিএনপি, যুবদল, শ্রমিকদল,ছাত্রদল সেচ্ছা সেবকদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :