AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে শত বছরের পূণ্যস্নানে ঢল পূণ্যার্থীদের


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
০১:৩৪ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুরে শত বছরের পূণ্যস্নানে ঢল পূণ্যার্থীদের

ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। এখানকার পূণ্যস্নান শত বছরের পুরোনো ঐতিহ্য। ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে আসেন পুণ্যার্থীরা। বুধবার  (১২ ফেব্রুয়ারি)  উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত কয়ড়া কালীমন্দির ঘেঁষে কুমার নদে  পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।


সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান ও নানা আয়োজনের পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী মেলা। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ মেলা। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের অন্যতম পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।


মাঘী পূর্ণিমা তিথিতে এ পূণ্যস্নানের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করে নিজেদের পাপ  মোচন করেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীদের ঢল নামে। এই তীর্থস্নানে হাজারো ভক্তরা অংশ নেন। গঙ্গাস্নান এর অংশ হিসেবে কুমার নদের এ ঘাটে পবিত্র হতে এ স্নান করা হয়। মা গঙ্গা মন্ত্র,  আসমান, সূর্যাগ্য মন্ত্র এরকম নানা মন্ত্র পাঠ করা হয়।


কররা কালী মন্দিরের পুরোহিত জানান, গঙ্গাস্নান এর অংশ হিসেবে কুমার নদের এ ঘাটে পবিত্র হতে এ স্নান করা হয়। মা গঙ্গা মন্ত্র, আসমান, সূর্যাগ্য মন্ত্র এরকম নানা মন্ত্র পাঠ করা হয়। ফরিদপুর  থেকে আসা অর্ক চক্র বর্ত্তী   জানান, আমি পূণ্যস্নানে করতে এসেছি। তবে ভালো লাগছে।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, কয়ড়া কালী বাড়িতে   পূণ্যস্নানে উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে।মেলায় বিশৃঙ্খলা এড়াতে  আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুত আছে।


কয়রা কালী মন্দির কমিটির সভাপতি বাবু সুভাষ সাহা জানান, এখানকার পূর্ণস্নান শত শত বছরের পুরোনো ঐতিহ্য। এবছর কুম্ভমেলার সাথে গঙ্গা স্নান অনুষ্ঠিত হচ্ছে। তাই আমরা ভাগ্যবান।তিনি আরো বলেন, ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে আসে পূন্যার্থীরা।


একুশে সংবাদ////র.ন

Link copied!