চুয়াডাঙ্গার জীবননগরে মেসার্স আরিফ ফুড প্রডাক্টস নামের এক বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও লাইসেন্স না থাকার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিমের সহযোগিতায় আজ বুধবার দুপুর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে বেকারী মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় মেসার্স আরিফ ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে দারকিতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারী সামগ্রী তৈরি, অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও লাইসেন্স না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হান্নান কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে দ্রত লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
পরবর্তীতে পার্শ্ববর্তী অন্যান্য মুদিদোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :