বাঙালি লোকজ ঐতিহ্য এবং নারী সমাজের নৈপুণ্যের স্মারক পিঠা শুধু খাওয়া নয়, যার মাধ্যমে বাঙালি ঐতিহ্যের পরিচয় ধরে রাখতে `এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই` প্রতিপাদ্যের আলোকে তারুণ্যের উৎসব উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ এ পিঠা উৎসবের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :