AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর ট্রাক-অটোবাইকের সংঘর্ষে ২ জন নিহত


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
০৯:০৫ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর ট্রাক-অটোবাইকের সংঘর্ষে ২ জন নিহত

ফরিদপুর শহরের আদমপুর চুনাঘাটা বেরিবাঁধ সংলগ্ন ব্রীজ এলাকায় ট্রাকের সাথে অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও  চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


নিহতরা হলেন,  জেলার সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু (২৮)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ফরিদপুর শহরে আসার সময় চুনাঘাটা ব্রীজ এলাকায় একটি ট্রাক সামনে থেকে অটোবাইকটিকে ধাক্কা মারলে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ১টার দিকে দুজনের মৃত্যু হয়। আহত ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত জানান,  এঘটনায় হাসপাতালে নেবার পরে দুইজন নিহত হয়েছে এবং ৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!