ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার দুই বছর মেয়াদের ২০২৫-২০২৬ এর পূর্নাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নরসিংদীর লিজেন্ড রেস্টুরেন্টে শপথ পড়ানো হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মাহমুদুল হাসানের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন মুফতি রহমতুল্লাহ ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব মোল্লা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাবেক জেলা সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভূইয়া, সাবেক সহ-সভাপতি মুফতি শেখ মুহাম্মাদ আমিনুল ইসলাম মাহমুদি ।
ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার নতুন কমিটির সভাপতি হলেন, মুফতি সাইদ আহমদ সরকার, সহ-সভাপতি মাওলানা মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক এম এম মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বি এম রাশিদুল ইসলাম, দফতর সম্পাদক মুফতি ওমর ফারুক বিন হানিফ, অর্থ সম্পাদক মুহা: ইমরান হোসেন, প্রচার সম্পাদক মুহা. কাউছার গাজী, প্রকাশনা সম্পাদক মানসুর মোল্লা, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহা. ইসহাক সিকদার, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মুহা. সাদেক হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আন নোমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাও.রেজাউল করিম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাও. বরকতুল্লাহ রশিদি, আইন ও মানবাধিকার সম্পাদক অলিউল্লাহ আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওমর মোল্লা, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহা.জহিরুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক চৌধুরি ওমর ফারুক নয়ন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ওমর ফারুক সুমন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সফিউল্লাহ আদনান, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক মাও. গাজী মাজহারুল ইসলাম, উপ সম্পাদক হাফেজ,রবিউল ইসলাম, মাও.আনোয়ার মাহমুদ, আক্তার হোসেন সরকার ও মাও.আব্দুল্লাহ পাইক।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :