পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারি চালিত ভ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পৃস্টে রফিকুল ইসলাম (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাগছ এলাকায় এঘটনাটি ঘটে। নিহত রফিকুল ওই এলাকার চান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাসায় ফিরে ব্যাটারি চালিত ভ্যানটিতে বিদ্যুৎ সংযোগ দিতে যান রফিকুল। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :