AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কফিন মিছিল


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০১:৪২ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কফিন মিছিল

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী আবুল কাশেমের (২০) মৃত্যুর ঘটনায় কুষ্টিয়ার মিরপুরে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

বুধবার (১২ বেফ্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার বাসস্ট্যান্ড থেকে বের হয়ে ঈগল চত্বরে কফিন মিছিল বের করে সংগঠনটি। এসময় স্লোগানে স্লোগানে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানানো হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঈগল চত্বরে গায়েবানা জানাজা শেষে থানা অভিমুখে লংমার্চ করেন তারা।

এসময় মিছিলে শিক্ষার্থীরা ‍‍`আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না‍‍`, ‍‍`মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ‍‍`, ‍‍`আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না‍‍`, ‍‍`আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে, করতে হবে‍‍`, ‍‍`আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন‍‍` ইত্যাদি বলে স্লোগান দেন।

সবশেষে মিছিলটি মিরপুর থানা গেটে এসে চলমান ডেভিল হান্টের কার্যক্রম সম্পর্কে ওসি মমিনুল ইসলামের সঙ্গে কথা বলে তাদের সমাবেশ শেষ করে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!