গাজীপুরে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী আবুল কাশেমের (২০) মৃত্যুর ঘটনায় কুষ্টিয়ার মিরপুরে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।
বুধবার (১২ বেফ্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার বাসস্ট্যান্ড থেকে বের হয়ে ঈগল চত্বরে কফিন মিছিল বের করে সংগঠনটি। এসময় স্লোগানে স্লোগানে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানানো হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঈগল চত্বরে গায়েবানা জানাজা শেষে থানা অভিমুখে লংমার্চ করেন তারা।
এসময় মিছিলে শিক্ষার্থীরা `আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না`, `মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ`, `আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না`, `আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে, করতে হবে`, `আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন` ইত্যাদি বলে স্লোগান দেন।
সবশেষে মিছিলটি মিরপুর থানা গেটে এসে চলমান ডেভিল হান্টের কার্যক্রম সম্পর্কে ওসি মমিনুল ইসলামের সঙ্গে কথা বলে তাদের সমাবেশ শেষ করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :