AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা প্রদান


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ৪৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের এই অনুদান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। 

এই সময় বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আকতার উর্থিসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে অনুদানের এই অর্থ বরাদ্দ দেয়া হয়। 

১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং ১টি পরিবারের ব্যক্তি জীবনের তরে পঙ্গু হয়ে গেছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তিকে ৩ লাখ টাকা করে সর্বমোট ৪৮ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই চেক বিতরণ করা হয় বলে বিআরটিএ সূত্র জানিয়েছে।


নিহত নয়জন হচ্ছেন, মোহাম্মদ এমরান, আবদুল্লাহ আল মামুন, আরাফাতুর রহমান, মোহাম্মদ এনাম উদ্দীন, দীপক মিত্র, মোহাম্মদ মাসুদ মিয়া, শাহিনুর রহমান, অভিজিৎ দাশ এবং মোহাম্মদ আবদুল আলিম ভূঁইয়া। আহত ব্যক্তির নাম মোহাম্মদ আবুল হোসেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!