AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় এক রাতে দুই কৃষকের ৮ গরু চুরি


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৫:৪০ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
কেন্দুয়ায় এক রাতে দুই কৃষকের ৮ গরু চুরি

নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতে দুই কৃষকের আটটি গরু চুরি হয়ে গেছে। গৃহপালিত এসব প্রাণির আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা বলে দাবি করছেন ওই কৃষকরা। উপজেলার উলুয়াটি ও ভাদেরা গ্রামে বুধবার (১২ ফেব্রুয়ারি)  গভীর রাতে চুরির ঘটনা ঘটে।

জানা যায় উলুয়াটি গ্রামের  ক্ষতিগ্রস্ত  কৃষকের নাম গোলাম মোস্তফা । উলুয়াটি গ্রামের বাসিন্দা এ কৃষক জানান, বুধবার রাত ১টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। ভোর রাতে চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ২টি ঘাড় বাছুর,,২টি বড় গাভী,  ১টি মধ্য বয়সী গাভী ও ১টি  নতানী বাছুর ছিল। এ চুরির ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। এ চুরির ঘটনায় আমার তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

গোলাম মোস্তফার ছেলে সাব্বির হোসেন জানান, আমার ছোট  ভাই সাধারণত গোয়াল ঘরেই রাত্রিযাপন করেন। তবে বুধবার  তিনি বাড়িতে ঘুমান। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে তারা দেখতে পান, গোয়াল ঘরের দরজা খোলা। পরে ভেতরে গিয়ে গরু পাননি তিনি।থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


অন্য দিকে উপজেলার ভাদেরা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে কৃষক এন্ট্রাস মিয়ার গোয়াল ঘর থেকে বুধবার রাতে একটি লাল রঙের গরু ও একটি কাল রঙের বাছুর চুরি হয়ে যায়।


কৃষক এন্ট্রাস মিয়া জানান,গত রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়ার ব্যবস্থা করে তালা দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি।সকালে গিয়ে  দেখি গোয়াল ঘরের তালা ভাঙ্গা এবং দুটি গরু নাই।এ চুরির ঘটনায় আমার দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এতে আমার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল।।এব্যাপারে আমি কিছুক্ষনের মধ্যে থানায় অভিযোগ করব।

কেন্দুয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। ।ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গরু চুরির ঘটনা বন্ধে আমরা বদ্ধপরিকর। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!