AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হ্যান্ডকাফসহ পলাতক কুখ্যাত মাদক কারবারি দম্পতি চট্টগ্রাম থেকে গ্রেফতার


Ekushey Sangbad
মেছবাহুল আলম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
০৫:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
হ্যান্ডকাফসহ পলাতক কুখ্যাত মাদক কারবারি দম্পতি চট্টগ্রাম থেকে গ্রেফতার

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া কুখ্যাত মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে ভূরুঙ্গামারী থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে বাবুরহাট বাজার এলাকা থেকে ১,৬২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হয় মাদক কারবারি দম্পতি-ভূরুঙ্গামারী আরাজি পাইকডাঙ্গা এলাকার মো. হাফিজুল ইসলাম ওরফে হাফিজুর ইসলাম (২২) ও মোছা. সমেলা বেগম (২০)। তবে আসামিদের থানায় নেওয়ার পথে তাদের আত্মীয়-স্বজন ও উচ্ছৃঙ্খল জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ৬ জানুয়ারি তারিখ ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা (নম্বর-০৩) দায়ের করা হয়।

মামলার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত চালিয়ে ৭ জানুয়ারি পালিয়ে যাওয়া আসামিদের হ্যান্ডকাফ উদ্ধার করে। তবে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিল।

অবশেষে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান জানান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মো. মাসুদ রানা এবং ভূরুঙ্গামারী থানার ওসি মো. আল হেলাল মাহমুদের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় সফল অভিযান পরিচালনা করেন।

আজ ১৩ ফেব্রুয়ারি তারিখে চট্টগ্রাম থেকে হাফিজুল ও সমেলাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় আনা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!