AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে আ. লীগ সাংগঠনিক সম্পাদক গ্রেফতার


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৬:২৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
আদমদীঘিতে আ. লীগ সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোশারফ হোসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সান্তাহার পৌর শহরের পোস্ট অফিস পাড়ার মৃত তালেব আলীর ছেলে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 

জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ৩‍‍`শ নামসহ অজ্ঞাত প্রায় ৫ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাব রেজিষ্ট্রী মোহরী সমিতির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মোশারফ হোসেনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!