AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইজতেমায় কোনো ডেভিল পেলে ধরিয়ে দেবেন: জিএমপি কমিশনার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৭:০২ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
ইজতেমায় কোনো ডেভিল পেলে ধরিয়ে দেবেন: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ইজতেমায় কোনো দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, "যদি কোনো শয়তানও সেখানে পান, তাহলে তাকে ধরতে হবে।"

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বিশ্ব ইজতেমা ময়দানের ২ নম্বর গেটের ভেতরে বিদেশি খিত্তার গেটে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এই কথা বলেন।

জিএমপি কমিশনার আরও বলেন, ‘কাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে সাদপন্থিদের বিশ্ব ইজতেমা। আগের মতোই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান।’

কমিশনার জানান, সাদপন্থিদের এবারের ইজতেমায় সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুফটফ, ৩৫টি বাইনুকোলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি ভ্রাম্যমাণ টিম কাজ করছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ-ম্যাজিস্ট্রেট কাজ করছে।

আরও পড়ুন: যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ড্রোন ওড়ানোর বিষয়ে তিনি বলেন, ড্রোন সার্ভিল্যান্স কাজ করছে। কমিশনারের অনুমতি ছাড়া কেউ ড্রোন ওড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এ এনএম নাসিরুদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইজতেমার আয়োজক সাদপন্থিদের পক্ষে শীর্ষ মুরুব্বি ড. রেজাউল করিম, রেজা আরিফ, সফিকুর রহমান, হাজী মনির ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসময় উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে আয়োজকদের পক্ষে শীর্ষ মুরুব্বি ড. রেজাউল করিম বলেন, আপাতত কোনো শর্ত নিয়ে ভাবছি না। সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

এরআগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বাদ আসর প্রাথমিকভাবে ইজতেমা শুরু হবে। আনুষ্ঠানিকভাবে শুরু হবে কাল বাদ ফজর। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

 

একুশে সংবাদ/জ.ন/এনএস

Link copied!