AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ


Ekushey Sangbad
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
০৯:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

গাইবান্ধার সাদুল্লাপুরে আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জামদানী ঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ধাপেরহাট নায়বিয়া দরবার শরিফের দোকানিদের সঙ্গে মামুনের বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার রাতে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে মারধর করেন মামুন।

বৃহস্পতিবার বিকেলে জামদানী ঘাট এলাকায় মামুনের ওপর অতর্কিত হামলা চালায় ১০-১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত। তারা মামুনকে পিটিয়ে-কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পরে সন্ধ্যার দিকে মরদেহ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন স্বজন-এলাকাবাসী।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!