AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশ ও উপজেলা কর্মকর্তাদের শক্তভাবে কাজের নির্দেশ-বিবি করিমুন্নেসা


Ekushey Sangbad
মোঃ আলমগীর হোসেন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
০৯:২০ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
পুলিশ ও উপজেলা কর্মকর্তাদের শক্তভাবে কাজের নির্দেশ-বিবি করিমুন্নেসা

পুলিশ বাহিনী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বদলীর ভয় না করে শক্তভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন উপজেলা আইন-শৃক্সখলা কমিটির সভাপতি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা। 


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাসিক সভা ও আইনশৃক্সখলা সভায় উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, রাজনৈতিক নেতাদের অনৈতিক তদবির পরিহার করে সকলকে জনগণের জন্য কাজ করতে হবে। এর জন্য বদলীর ভয় না করে শক্তভাবে কাজ করার নির্দেশ দেন। এর আগে আইনশৃক্সখলা কমিটির সভায় মিরপুরে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ও চুরির তৎপরতা বৃদ্ধি নিয়ে কথা বলেন প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।

এ ব্যাপারে মিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম বলেন, চার লক্ষ জনগণের উপজেলায় পুলিশের সংখ্যা অনেকটাই কম। সাধারণ জনগণ যদি পুলিশকে সহায়তা করে তবেই এই চুরি ও ক্ষুদ্র অপরাধ কমে আসবে। এছাড়াও উক্ত সভায় মাসব্যাপী মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ তাদের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন। 


শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী একুশে ফেব্রুয়ারি  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবে পালনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের  নির্দেশ প্রদান করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!