মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া ডায়মন্ড যুবলী ক্লাবের উদ্যোগে ৯নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ এই আয়োজনে নানা প্রতিযোগিতামূলক ইভেন্ট ছিল, যা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে।
ডায়মন্ড যুবলী ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. হারুনর রশীদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান খানের সঞ্চালনায় আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার মো. বাহাউদ্দিন এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রিন্সেস হাফেজা জামাল হেলালী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়। শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, মার্বেল দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
বিকেল ৩:৩০টায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৯নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম আসাদ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে।"
উপস্থিত অতিথিরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশা ব্যক্ত করেন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও খেলাধুলার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এই আয়োজনকে সফল করতে যারা সহযোগিতা করেছেন, আয়োজক কমিটি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :