সিএমপির ডবলমুরিং মডেল থানা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরি ১টি এলজি (লোকাল গান) উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.০০ টার সময় সিএমপি`র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ মাসুদ রানা ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী বিধান আবিদ এর তত্ত্বাবধানে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মোঃ রফিক আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আরিফ ফয়সল এর নেতৃত্বে ডবলমুরিং মডেল থানার আভিযানিক টিম এসআই আহলাদ ইবনে জামিল পিপিএম, এসআই নজরুল ইসলাম, এসআই সহিদুল ইসলাম, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই আহসানুল করিম, এএসআই আতিকুল হক, এএসআই আব্দুল হাই বাবলু গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন চৌমুহনী চারিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ইউসুফ শান্ত (২৪) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী ইউসুফ শান্ত এর দেখানো ও সনাক্ত মতে তার বসতঘর এর সামনে বিশেষভাবে রক্ষিত স্থান হতে দেশীয় তৈরি ১টি এলজি (লোকাল গান) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত অস্ত্রটি গত ৫ আগষ্ট ২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে থানা ভাংচুর করত: থানা মালখানা হতে লুট করে নিয়ে যায় মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে ডবলমুরিং থানার কাজী মোঃ রফিক আহামদ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :