AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জের পিবিআই কতৃক মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক


Ekushey Sangbad
খন্দকার সোহাগ, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
১০:৩১ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
নারায়ণগঞ্জের পিবিআই কতৃক মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চোরাই কৃত মোটরসাইকেল সাইকেল সহ সুনামগঞ্জের ছাতক থেকে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য সহ মোটরসাইকেলটি উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পিবিআই কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ বিপিএম (সেবা) ।

প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়,গত ২৬ জানুয়ারি ২০২৫ ইং দুপুর আনুমানিক ০১:৫০ টার সময় নারায়ণগঞ্জ জেলা কারাগার এর বিপরীত পাশে আয়কর অফিসের সামনে থেকে (ঢাকা মেট্রো ৩৩-৬৯৯০),মডেল: (R15,V3),ইঞ্জিন নং-G3C8E440895, চেসিস নং- MEIRG0722H0294762,

নিল কালারের একটি মটর সাইকেল চুরি হয়।যাহার আনুমানিক বাজার মূল্য ৪,৭৫০০০(চার লক্ষ পঁচাত্তর হাজার )টাকা। পরবর্তীতে মটর সাইকেলের মালিক ০৬ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানার একটি মামলা দায়ের করেন,মামলা নং ০৭,ধারা -৩৭৯পেনাল কোড।

অ্যাডিশনাল আইজিপি,পিবিআই, হেডকোয়ার্টার্স, ধানমন্ডি, ঢাকা এর নির্দেশনা এবং পুলিশ সুপার,পিবিআই নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও তথ্য উপাত্ত সংগ্রহ করে জানাযায়, মটর সাইকেলটি সুনামগঞ্জের ছাতক উপজেলায় আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করিয়া, এস আই (নি:) মোঃ মনিরুজ্জামান, এস আই(নি:) মোহাম্মদ জাহিদ, এস আই (নি:) মোঃ বিল্লাল, কনস্টেবল  নাসিম গনের সমন্বয়ে আভিজনিক দল পিবিআই নারায়ণগঞ্জ জেলা জিডি নং- ৮৩।

১১ই ফেব্রুয়ারি সকাল (৬:১০) মিনিটে আসামি দের গ্রেফতার ও আলামত উদ্ধারের জন্য সুনামগঞ্জের ছাতকের উদ্দেশ্য রওনা হয়।ছাতক থানা পুলিশের সহায়তায় ১২ ফেব্রুয়ারি ছাতক জামে মসজিদের সামনে থেকে চোরাই কৃত মটর সাইকেল সহ আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেন।

আটককৃতরা হলেন,সুনামগঞ্জ জেলা ছাতক পৌরসভার তাঁতিকোনা এলাকার মোঃ একলাছুর রহমান এর পুত্র ১/মোঃ সাকিব মাহমুদ (২৭), সুনামগঞ্জের ছাতক থানার,রাতগাঁও এলাকার মোঃ সুরুজ আলী ছেলে ২/মোঃ মিজানুর রহমান (২৫)।

১২ ই ফেব্রুয়ারি (১৯:৩০)ঘটিকায়, চুরি হওয়া মটর সাইকেলটির নাম্বার প্লেট বিহীন অবস্থায় পাওয়া গেলে, ইঞ্জিন নং এবং চেসিস নং মিলিয়ে জব্দ করা হয়। মোটরসাইকেল চোরদের নিকট থেকে চোরাই মোটরসাইকেল ক্রয় -বিক্রয় করে ,আভিযানিক দলটি  ১৩ ই ফেব্রুয়ারি সকাল (১০:৩০) মিনিটে নারায়ণগঞ্জ জেলা পিবিআই অফিসে এসে হাজির হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের নিকট থেকে জানা যায়, আসামিরা অভ্যাসগত চোরাই মোটরসাইকেল  হেফাজতকারী এবং আন্তজেলা চোর চক্রের সাথে যোগাযোগ রয়েছে।এই ঘটনায় জড়িতদের তথ্য  উদঘাটনের জন্য পুলিশ আদালতের নিকট রিমান্ড চাইলে,উক্ত বিষয়াদি পর্যালোচনা করিয়া বিজ্ঞ আদালত একদিনে রিমান্ড মঞ্জুর করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!