গ্যাস সংকটের কারণে ১৩ মাস উৎপাদন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, গ্যাসের চাপ কম থাকায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে। আজ থেকে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি উৎপাদনে যেতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে।
প্রসঙ্গত, ১৯৯১ সালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় যমুনা সারকারখানা। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিল।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :