AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাজীগঞ্জে গলায় ডিম আটকে ও পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু


হাজীগঞ্জে গলায় ডিম আটকে ও পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় গলায় ডিম আটকে ও পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। (১৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়ির মোহাম্মদ উল্ল্যার মেয়ে মেহেজাবিন (২)। শিশুর মা তাকে পরটার সাথে সিদ্ধ ডিম খাওয়াতে গেলে তার গলায় আটকে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করে।

একই দিন বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ির মো. রুবেল হোসেন মুন্সীর ছেলে মো. ইশরাক হোসেন মুন্সী (১৮ মাস) বয়সি শিশুটি বাড়ীর পুকুরের পানিতে পড়ে যায়। লাশ পানিতে ভাসতে দেখেই দাদী নূরজাহান বেগম চিৎকার করলে সবাই দৌড়ে এসে পানি থেকে শিশুটিকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দাযিত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো শিশু ইশরাক মুন্সী নিজ বসতঘরের আঙ্গিণায় খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির দাদি নূরজাহান বেগম দেখেন শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাসান জানান, পৃথক দুই শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক ভাবে কবরস্থ করার নির্দেশনা দিয়ে অপমৃত মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!