ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাত ৯:৩০ মিনিটে চট্টগ্রাম আকমল আলী পকেটে গেইট আবুবক্কর জামে মসজিদ সংলগ্ন ইয়াসিন হাওলাদার শাহিন সঞ্চালনায় মো মিরাজ হাওলাদার এর স্বাগত বক্তব্যে আনুষ্ঠানের যাত্রা শুরু হয়।
কেক কেটে টুনামেন্টের শুভ সুচনা করেন প্রধান অতিথি ও আত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মইন। তার বক্তব্যে আয়োজন কমিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রতি বছর টুনামেন্ট চালিয়ে নেওয়ার আহবান করেন। ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর ইফতার মাহাফিলের দিন ঘোষণা করেন রমজানের প্রথম শুক্রবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো জাহিদ হাসান, মো জহিরুল ইসলাম মাসুম।
টুনামেন্ট অংশগ্রহন কারী দল গুলো হচ্ছে : ভান্ডারিয়া উপজেলা ক্যাপিটালস। ভান্ডারিয়া পৌরসভা সুপার কিংস। ভিটাবাড়িয়া ইউনাইটেড, নদমূলা ইয়াং স্টার, তেলিখালী স্টারস, ইকড়ি সোনার বাংলা, ধাওয়া সুপার কিংস, গৌরীপুর লিডার কিংস।
নক আউট পদ্ধতিতে সাতটি খেলা পরিচালিত হয়। চ্যাম্পিয়ান হয় ধাওয়া সুপার কিংস রানার আপ ভান্ডারিয়া উপজেলা ক্যাপিটালস। "ম্যান অব দ্য টুনামেন্ট" হয়েছেন। অংশগ্রহণ কারী সবার মাঝে, আম্পেয়ারদের মেডল ও প্রতিটি ম্যাচে "ম্যান অব দা ম্যাচ" ক্রেস্ট প্রদান করা হয়। রানার আপ তাদের মাঝে কাপ ও মেডেল, চ্যাম্পিয়ানদের মাঝে কাপ ও মেডেল প্রদান করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন মো জসিম হাওলাদার, মো ইলিয়াস হোসেন, মো পলাশ ইসলাম, মো তানজিল হোসেন, মো ইব্রাহীম মো শামিম আকন অভি, মো আবদুস সালাম, মো বেল্লাল সহ অত্র সংগঠনের দুই সতাধিক সদস্য বৃন্দ।
একুশে সংবাদ//আ.স//র.ন
আপনার মতামত লিখুন :