AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
১২:৫৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা

ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অপরদিকে সায়েদুল হক আহবায়ক ও নূরে আলম জিকুকে সদস্য সচিব করে ৮৩ সদস্যের পৌর বিএনপির কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপি।  


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত কমিটি’র তালিকা প্রকাশিত হয়। উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, রুহুল আমিন মাস্টার, আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, হোসেন মোহাম্মদ মণ্ডল, শাহজাহান জয়পুরী, মোসলেম উদ্দিন ফকির, সাইফুল ইসলাম চকদার ঝুলন, আব্দুল্লাহ আল মামুন খোকন, আমিনুল ইসলাম খান মনি, শাহ মোফাজ্জল হোসেন টিপু, নিজাম উদ্দিন, শরিফ আবেদীন জায়েদী, আজিজুল হক বাদল। এ ছাড়া সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীনকে সম্মানিত সদস্য ঘোষণা করা হয়।  


অন্যদিকে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হলেন জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, জহিরুল ইসলাম সুজন, সালাউদ্দিন খুররম, হায়দার আলী, আবুল কাশেম, রফিকুল আল আজাদ দুলাল, বিপুল সালেহীন, নূর নবী মিয়া, নজরুল ইসলাম, তারিক আজিজ, আজহারুল ইসলাম সুজন, খলিল উল্লাহ বাচ্চু, হযরত আলী ও মনিরুল ইসলাম জুয়েল।


দীর্ঘ ৯ বছর পর কমিটি ঘোষণা করায় নতুন ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌরসভা’র নেতৃত্বে আসা নেতাদের স্বাগত জানিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।


একুশে সংবাদ//আ.স//র.ন
 

Link copied!