তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুরের থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি উলিপুর উপজেলার আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিএনপি`র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :