গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ও সামগ্রিক উন্নয়নের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
এদাবির সাথে একাত্নতা প্রকাশ করে উপজেলার নানা শ্রেনি পেশার মানুষজন মানববন্ধনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় জাতীয় নাগরিক কমিটির সদস্য নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধার প্রতিনিধি রাশেদুল ইসলাম জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মাসুদ মিয়া, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আকাশ, জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলার প্রতিনিধি সদস্য এআর আতিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃ্বৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :