AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে দুই হাজার রোগীরা পেল ফ্রি মেডিকেল সেবা


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৯:৩২ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুরে দুই হাজার রোগীরা পেল ফ্রি মেডিকেল সেবা

পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগীরা পেয়েছে ফ্রি মেডিকেল সেবা। শনিবার সকালে উপজেলার বর‌ইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল সেবা প্রদান করা হয়।

বরইবুনিয়া স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি (বিএসসিএ) এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হৃদরোগ, দন্ত, গ্যাস্ট্রোলিভার, গাইনি, শিশু, ডায়াবেটিস, কিডনি, চর্ম, ব্যথা এবং অর্থোপেডিক্স রোগের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া রোগীদেরকে বিনামূল্য প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকাল ১১টায় বিনামূল্যের এ চিকিৎসা সেবা শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত।

স্থানীয় যুবকদের উদ্যোগে গঠিত বিএসসিএ এর উদ্যোগে গত বছর থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসিএ এর সভাপতি শেখ সুজাত, সাধারণ সম্পাদক সুমন মুন্সি, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আসকর হোসেন, প্রচার সম্পাদক মোঃ রমজান শেখ এবং ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!