মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নগর পুলিশের জনসংযোগ শাখার উপপরিদর্শক মো. ইমরান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরের নেভাল-২ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একুশে সংবাদ//দে.রূ//র.ন
আপনার মতামত লিখুন :