AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে হতদরিদ্র শিক্ষার্থীদের দায়িত্ব নিলো আব্দুল আজিজ ফাউন্ডেশন


বরিশালে হতদরিদ্র শিক্ষার্থীদের দায়িত্ব নিলো আব্দুল আজিজ ফাউন্ডেশন

বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও গৌরনদী উপজেলাসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছেন আব্দুল আজিজ ফাউন্ডেশন। একই সাথে উজিরপুর উপজেলার খোলনা, হস্তিশুন্ড, মোরা কাঠি, বামরাইল গ্রামের দরিদ্রদের চিকিৎসা সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি।


বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের পারিবারের সদস্যদের উদ্যোগে ২০২১ সালে খোলনা নূরানী মাদ্রাসা এলাকায় আব্দুল আজিজ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির একটি অরাজনৈতিক ও সমাজ-সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন।


ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডঃ আবু বক্কর আকন বলেন, প্রত্যেকটা সচ্ছল পরিবার এভাবে এগিয়ে আসলে সমাজের চিত্রই পাল্টে যাবে।


স্থানীয়রা জানান এ ফাউন্ডেশনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে ক্রিয়া সামগ্রী ও বিভিন্ন স্পোর্টসেট শিক্ষার্থীদের উপহার দিয়ে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন। আব্দুল আজিজ ফাউন্ডেশন এমন আয়োজনকে শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের মানুষ এ প্রতিষ্ঠানটিকে সাদুবাদ জানিয়েছেন।


একুশে সংবাদ////র.ন

Link copied!