খুলনার শিববাড়ি মোড় এলাকায় চল্লিশোর্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নারী রহিমা খাতুন (৪২), যিনি খালিশপুর থানার আলমনগর পোড়া মসজিদ এলাকার বাসিন্দা মোখলেসুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে কৃষি ব্যাংকের সামনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে সোনাডাঙ্গা থানায় খবর দেন। কিন্তু ঘটনাস্থল সোনাডাঙ্গা থানার আওতায় না হওয়ায় খুলনা থানাকে বিষয়টি জানানো হয়। পরে খুলনা থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল গিয়াস জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত রহিমা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় ভবঘুরে জীবনযাপন করছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় রহিমা খাতুনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :