AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোর জেলা পুলিশের ডেভিল হান্টের অভিযানে আটক ৭


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৩:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
যশোর জেলা পুলিশের ডেভিল হান্টের অভিযানে আটক ৭

 গত ২৪ ঘণ্টায় ডেভিল হান্টে যশোর জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় ৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশ একটি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে কোতয়ালী মডেল থানা, কেশবপুর, বেনাপোল পোর্ট থানা, ঝিকরগাছা, অভয়নগর, মনিরামপুর ও বাঘারপাড়া থানা থেকে একজন করে মোট সাতজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃতরা যশোর সদর থানার হাশিমপুর এলাকার মোস্তাফিজুর রহমান বাবু (৬২), অভয়নগর থানার নাউলী গ্রামের কাজী মিজানুর রহমান, ঝিকরগাছা থানার মনোহরপুর গ্রামের মোহাম্মদ লাল্টু মিয়া (৩৮), মনিরামপুর থানার পুলিশ আটক করেছে যশোর বকচরের মাসুদ রানা মিলন (৪০), বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের মাসুদ রানা (২৫),  কেশবপুর থানার আমিনপুর গ্রামের আব্দুল হালিম (৪৫),  বাঘারপাড়া থানার রোস্তমপুরের ইনতাজ মোল্যা (৫০)।

পুলিশের মুখপাত্র জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!