AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দু’জন নিহত, আহত ৩


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৫:২৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দু’জন নিহত, আহত ৩

গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে একজন লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে এবং অপরজন পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কে পড়ে নিহত হয়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীপুরের মওনা ইউনিয়নের কাওরান বাজার এবং গাজীপুর ইউনিয়নের এমসি বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন শেরপুরের নকলা উপজেলার হুজুরিকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাশেদ ইকবাল (৩০) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক (৩৫)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শনিবার রাত ৮টার দিকে রাশেদ ইকবাল মাওনা চৌরাস্তা থেকে এমসি বাজারে যাচ্ছিল। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসিন সোয়েটার কারখানার সামনে পৌছলে পথচারী দৌড়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেল ব্রেক কষলে সড়ক পড়ে গেলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর যাচ্ছিল। মাওনা-কালিয়াকৈর সড়কের কাওরান বাজারে পৌছলে লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে চিকিৎসার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে পরীক্ষা পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আবু বক্কর ছিদ্দিক গাজীপুরের কালিয়াকৈরে প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক (অপারেশনস) হিসেবে দায়িত্বরত ছিলেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্ত্যবরত চিকিৎসক সুদীপ চক্রবর্তী বলেন, আবু বরক সিদ্দিককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাঁর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ছিল।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!