AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির সমাবেশ থেকে কোরআন অবমাননা, তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল


বিএনপির সমাবেশ থেকে কোরআন অবমাননা, তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

মোংলায় সাবেক মেয়র ও পৌর আহবায়ক  বিএনপি নেতা জুলফিকার আলী  পবিত্র  মহাধর্মগ্রন্থ আল-কোরআনকে অবমাননা করে বক্তৃতা প্রদান করার প্রতিবাদে মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে মোংলা শহরের প্রধান প্রধান সড়ককে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয় । 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মোংলার শাপলা চত্বর থেকে এ বিশাল  বিক্ষোভ মিছিল বের হয়ে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে একটি বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ বিক্ষোভ মিছিল এবং পথসভায় তৌহিদী জনতার পক্ষে  বক্তব্য রাখেন,সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোঃ হোসেন, পাওয়ার হাউস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, মোংলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান, ৩নং ওয়ার্ডের  সাবেক কাউন্সিলর  মোঃ ইউনুস প্রমূখ। 

এ সময় বক্তারা বলেন, যদি কেউ নিজেকে মুসলিম দাবি করেন তাহলে সে  কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। যে কোরআনকে অবমাননা করে কথা বলে সে নাস্তিক, মুরতাদ। ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় রিমঝিম চত্বরে বিএনপির সমাবেশে মংলা পৌর বিএনপি আহবায়ক সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী কোরআনকে অবমাননা করে যে বক্তব্য প্রদান করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে সাধারণ মুসলিম তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না। তারা এই নাস্তিককে দ্রুত গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করার অনুরোধ জানান ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!