AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৭:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছেইন অ্যাপারেল্স লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে যান।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কারখানা সংলগ্ন কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।


শ্রমিকরা জানান, গত কয়েকমাস ধরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছেইন অ্যাপারেল্স লিমিটেড কারখানায় বেতন পরিশোধ নিয়ে জটিলতা ছিলো। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হচ্ছিল কারখানা কর্তৃপক্ষ। গত জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করতে পারেননি কারখানা কর্তৃপক্ষ। এজন্য বকেয়া বেতনের দাবিতে সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।


নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক নারী শ্রমিক বলেন, গত কয়েক মাস ধরেই সময় মতো বেতন দেয়া হয়না। আন্দোলন করে বেতন আদায় করতে হয়। গত ৯ তারিখে বেতন পরিশোধ ছাড়াই ১৩ তারিখ পর্যন্ত কারখানা সাধারণ ছুটি দিয়ে দেয়। পরে ১৫ তারিখে নোটিশ দিয়ে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত আবারও ছুটি ঘোষণা করা হয়। গত মাসের বেতন এখনো না দেয়ায় বকেয়া বেতনের দাবিতে সবাই আন্দোলন করছে। 
 

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, শ্রমিকেরা তাদের জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম) এর সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।


ছেইন এ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মিল হুসাইন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। খুদে বার্তা দিয়েও কোন উত্তর পাওয়া যায়নি। তবে শোনা গেছে তিনি যুক্তরাজ্যের (ইউকে) নাগরিক। বর্তমানে যুক্তরাজ্যেই অবস্থান করছেন তিনি।


একুশে সংবাদ////র.ন

Link copied!