সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী’র ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৬ ফেব্রুয়ারি)। এই উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী’র বড় ছেলে মাদারীপুর-১ আসনের বিএনপি’র সাবেক মনোনীত প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) নিজের ফেইসবুক আইডিতে সকলের নিকটে মরহুমের জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন।
সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকী ১৯২৩ সালের ৫ই ফেব্রুয়ারি তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলায় শিবচর থানাধীন বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী দৈনিক ইত্তেফাক এর ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক মিল্লাত-এর সম্পাদক, ডেইলি নিউ নেশন-এর প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন। পরে দৈনিক ইত্তেফাক-এর প্রকাশক হিসেবে কর্মরত ছিলেন।
মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :