AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগুন পোহাতে গিয়ে মাদারগঞ্জে দগ্ধ হয়ে ৮ দিন পর মৃত্যু


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৯:১৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
আগুন পোহাতে গিয়ে মাদারগঞ্জে দগ্ধ হয়ে ৮ দিন পর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে আগুন পোহাতে গিয়ে জহরুল ইসলাম খান (৭০) নামে এক বৃদ্ধের ৮ দিন পর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জহরুল ইসলাম খান পৌর শহরের চাঁদপুর এলাকার মৃত কাজিম উদ্দিন খানের ছেলে।


এর আগে গত ৮ ফেব্রুয়ারী বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে আগুন পোহানোর সময় তার পরনের পোষাকে আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হোন। সেসময় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


পরিবার সুত্রে জানা গেছে, জহুরুল ইসলাম খানের শরীরের ৩৭ % শতাংশ পুড়ে যায়। তার সেঝো ছেলে রকিবুল ইসলাম খান জানান, তার বাবা জহরুল ইসলাম খান তীব্র শীতে আগুনের তাপ নিতে একটি পাতিলে জালানী কাঠ দিয়ে আগুনের ব্যবস্থা করেন।


ওসি হাসান আল মামুন জানান, বিষয়টি তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেনও বলে জানান তিনি।


একুশে সংবাদ////র.ন

Link copied!