AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে নাশকতা মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৯:১৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
আদমদীঘিতে নাশকতা মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘি বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের ফারুক হোসেন (৩১) নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে শাঁওইল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক উপজেলার নশরতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও শাঁওইল গ্রামের মৃত মোজাহার আলী শেখের ছেলে।


উল্লেখ্য, গত ৪ আগস্ট আদমদীঘি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। 

এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সভাপতি উপজেলার কুসুম্বী গ্রামের মিজানুর রহমান বাদী হয়ে গত ২৫ আগস্ট রাতে সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের সহ-সভাপতিসহ ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ফারুক হোসেনকে আইনী প্রক্রিয়া শেষে গতকাল রবিবার আদালতে প্রেরন করা হয়েছে বলে জানায় থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!