AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাকসু নির্বাচনের জন্য ঐক্যমত ও পরিবেশ সৃষ্টির তাগিদ দিলেন শিক্ষার্থীরা


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০১:৫৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
রাকসু নির্বাচনের জন্য ঐক্যমত ও পরিবেশ সৃষ্টির তাগিদ দিলেন শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দ্রুত চান শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, ঐক্যমত ও নির্বাচনি পরিবেশ সৃষ্টির জন্য তাগিদ দিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‍‍`রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন‍‍` শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এমন তাগিদ তুলে ধরেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের সহ-আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন ও সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডাইরেক্টর আরাফাত আলী সিদ্দিক জানান, যুক্তরাজ্যের এফসিডিও এর সহযোগিতায় এ সংলাপ আয়োজন করা হয়।

সংস্থাটির ডেপুটি চিফ অফ পার্টি আমিনুল এহসান বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল অংশীজনদের মধ্যে ঐক্যমত জরুরী। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করে।

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সংলাপে, ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংসঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, রাকসুর কোষাধ্যক্ষ ড, সেতাউর রহমান, প্রথম রাকসু নির্বাচনের প্রার্থী ড. শামীম আরা চৌধুরী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ড. পারভেজ আযহারুল হকের সঞ্চালনায় সংলাপে অংশগ্রহণকারীরা গ্রহণযোগ্য রাকসু নির্বাচনের জন্য সংস্কার প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে আলোচকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়রে উপাচার্য ড. সালেহ হাসান নকীব। এসময় আরও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, সিনিয়র প্রোগ্রাম অফিসার এএসএম জুনায়েদ মুফরাদ ও প্রোগ্রাম অফিসার আশেক তানভীর অনীক।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!