নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৬ ফেব্রয়ারি) একই শিক্ষা প্রতিষ্ঠানের অপর এসএসসি পরীক্ষার্থী লম্পট সাদিকুল ইসলামের (২০) বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে সাদিকুল ইসলামের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, গতকাল ১৬ ফেব্রয়ারি রবিবার সকাল সাড়ে আট টার দিকে ভুলতা স্কুল এন্ড কলেজের ওই শিক্ষার্থী স্কুল এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার বান্ধবীর স্বামী এবারের এসএসসি পরিক্ষার্থী সাদিকুল ইসলাম তাঁতবাজার মার্কেটের দেশ বাংলা প্রিন্টিং প্রেসে ডেকে নেয়। পরে শিক্ষার্থীর বান্ধবী ও তার স্বামী সাদিকুল ইসলামের পারিবারিক কলহের বিষয় নিয়ে তারা আলোচনা করে। একপর্যায়ে সাদিকুল ইসলাম শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় সাদিকুল ইসলাম প্রিন্টিং প্রেসের সাঁটার বন্ধ করে শিক্ষার্থীকে টানা হেচড়া করে। ব্যর্থ হয়ে শিক্ষার্থীর মাথার চুলের মুষ্টি ধরে টেনে হিসড়ে প্রিন্টিং প্রেসের দেয়ালে আঘাত করে। তাতে ওই শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়। এসময় শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে লম্পট সাদিকুল ইসলাম পালিয়ে যায়।
এ ব্যাপারে ভুলতা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, আহত শিক্ষার্থীকে উদ্বার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ভুলতা স্কুল এন্ড কলেজের শক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :