চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে পৌর যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেন (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে পৌরসভার মুরাদ মুন্সির হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেলোয়ার বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আব্বাস আলী বাড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। সে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :