AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলায় মামলা


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৪:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলায় মামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সেচ্ছাসেবকদল নেতার উপর হামলার মামলায় ১৭ জনকে এজাহারভুক্ত ও ৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে। এর সতত্যতা নিশ্চিত করেছেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টায় ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ করায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে মোস্তাফিজুর রহমান রিপন (৪০) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা। সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী গ্রামে তাঁর ওপর হামলা হয়। বর্তমানে তিনি ঢাকার আলী আজগর হাসপাতালে চিকিৎসাধীন।


মোস্তাফিজুর রহমান রিপন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

এলাকাবাসী থেকে জানা যায়, রামকৃষ্ণদী গ্রামের ইকবাল মাদবর ও তাঁর ভাই জহির মাদবরের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই গ্রামের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে বহু দিন ধরেই ক্ষোভ জন্মাতে থাকে। শনিবার রাতেও ওই গ্রামের জমি থেকে চক্রের সদস্যরা মাটি কাটতে যায়। এসময় স্থানীয়দের অনুরোধে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন সেখানে ছুটে যান। তিনি মাটি কাটতে বাধা দেন। পাশাপাশি মোবাইল ফোনে ভিডিও করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে মাটি কাটা চক্রের লোকজন রিপনকে এলোপাতাড়ি পেটাতে থাকে।


সিরাজদীখান থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার আলী আজগর হাসপাতালে চিকিৎসাধীন।


জহির মাদবর বলেন, তিনি ও তাঁর ভাই মাটি কাটায় জড়িত নন। শনিবার রাতে রিপনের ওপর হামলা তারা করেননি। কিছু বলতে পারবেন না।


সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, রবিবার রাতে ১৭ জনকে এজাহার ভুক্ত ও অজ্ঞাত ৬০ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্হা নিচ্ছি।


মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, শনিবার রাতে একটি চক্র মাটি কাটতে গেলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় স্বেচ্ছাসেবক দলের নেতা রিপনকে উদ্ধার করে তারা। রোববার রাতে এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!