AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহান একুশে উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৭:৪৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
মহান একুশে উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয় বিকেল তিনটায়। প্রতিযোগিতা ক, খ ও গ তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল এবং বিশিষ্ট আইনজীবী-রাজনীতিক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু। 

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, একুশে অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক রজতকান্তি বর্মন। অনুষ্ঠান উপস্থাপন করেন উত্তম সরকার। 

বক্তারা বলেন, শিশু কিশোরদের জন্য গাইবান্ধা প্রেসক্লাবের এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়। সাংবাদিকতার পাশাপাশি প্রেসক্লাবের সাংবাদিকরা আমাদের সংগ্রাম ও ইতিহাসের প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামীতেও গাইবান্ধা প্রেসক্লাবের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।  প্রতিযোগিতায় অর্ধ শতাধিক শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!