AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০৮:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
রাণীশংকৈলে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি মৌসুমে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা কৃষকদল ও আলুচাষীরা । 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রানীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকে সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।হিমাগারগুলোর বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক গোলাম রসূল, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর কৃষকদলের সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি জিয়াউর রহমান (মাষ্টার), মহিলা দলের সদস্য সচিব আনাকলি, পৌর যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব, মুক্তারুল ইসলাম মুক্তার, যুবনেতা আওলাদ হোসেন, কৃষকদলের দপ্তর সম্পাদক সেলিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এমনিতেই বাজারে আলুর দাম অনেক কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বৃদ্ধি করে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক আলু চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে । তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি ।

 মানববন্ধন শেষে কৃষকেরা উপজেলা পরিষদের সামনের সড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন  এসময় কৃষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।

পরে কৃষকেরা উপজেলা নির্বাহী আফিসার বরাবর একটি স্মারক লিপি পেশ প্রদান করেন ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!