AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৪ হাজার কেজি স্ক্র্যাবসহ ট্রাক ছিনতাই


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৮:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৪ হাজার কেজি স্ক্র্যাবসহ  ট্রাক ছিনতাই

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের পোশাকে পুরাতন লোহা ভর্তি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিক রানা মাহমুদ শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়ে সড়কের ষোলঘর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ ট্রাকটি লৌহজং উপজেলার বড়মোকাম বাজার থেকে পুরাতন লোহা লক্কর নিয়ে ঢাকার একটি রোলিং মিলস কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল৷


ভাঙ্গারী দোকান মালিক রানা মাহমুদ জানান, লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের বড়মোকাম বাজারস্থ রমজান এন্ড ব্রাদার্স নামীয় আমার মালিকানাধীন ভাঙ্গারী (স্ক্রাব পন্য) দোকান থেকে ১৪ টন (১৪ হাজার কেজি) ভাঙ্গারী মালামাল নিয়ে ঢাকা মেট্রো ট-১৬-৭০৭৭ তে লোড করিয়া ট্রাকের চালক মো রাসেল হোসেন (২২), ও হেল্পার মো. সোহরাব হোসেন (১৮), এবং আমার প্রতিনিধি হিসেবে মো. শরীফুল বেপারী (৩৬), ভোর সোয়া ৪ টার দিকে কদমতলী থানাধীন সালাম স্টীল রি রোলিং মিলস (প্রাঃ) লিমিটেড নামীয় স্টীল কারখানায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়৷ অতঃপর ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি চালাইয়া শ্রীনগর থানাধীন ষোলঘর সাকিনস্থ ষোলঘর বাসস্ট্যান্ড সংলগ্ন এক্সপ্রেসওয়ের ফুটওভার ব্রীজের সামনে পৌছিলে ট্রাকের পিছন থেকে সাদা রংয়ের অজ্ঞাত নম্বরের ২ টি প্রাইভেটকার যোগে অজ্ঞাতনামা ডাকাত সদস্যরা প্রাইভেটকার থেকে লেজার লাইট দিয়া আমাদের মালামাল ভর্তি বর্ণিত ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাক চালক ট্রাক না থামাইয়া ট্রাক চালাইয়া যাইতে থাকে।

ঐসময় ট্রাকের পিছন দিক থেকে একটি প্রাইভেটকার দ্রুত চালাইয়া আসিয়া আমাদের মালামাল ভর্তি ট্রাকটির সামনে আসিয়া বেরিকেট দিলে ট্রাক চালক ট্রাক থামানোর সাথে সাথে প্রাইভেটকার থেকে অজ্ঞাতনামা ৪ জন ডাকাত প্রাইভেটকার থেকে নামিয়া আমাদের ট্রাকের সামনে চলে আসে৷ ডাকাত সদস্যদের মধ্যে ১ জনের হাতে কাঠের লাঠি, ১ জনের হাতে হ্যান্ডকাফ, ১ জনের হাতে ১ টি ইলেকট্রিক শক মেশিন এবং অপর ১ জনের হাতে ১ টি লেজার লাইট দেখিতে পাই৷  তারের মধ্যে ৩ জনের শরীরে র‌্যাবের পোশাক ছিলো৷ অজ্ঞাতনামা ডাকাত সদস্যরা ট্রাকের মধ্যে অবৈধ মালামাল আছে বলিয়া গাড়ীর ড্রাইভার, হেলপার এবং আমার প্রতিনিধি মো. শরীফুল বেপারীকে ট্রাক থেকে টানা হেচড়া করিয়া নামাইয়া ডাকাত সদস্যদের উক্ত প্রাইভেটকারের ১ টিতে উঠাইয়া ট্রাক চালক, হেলপার এবং মো. শরীফুল বেপারীর হাতে হ্যান্ডকাফ পড়াইয়া তাদেরকে লাঠি দিয়া মারপিট করে এবং বৈদ্যুতিক শক মেশিন দিয়ে শক দেয়। তখন উক্ত প্রাইভেটকারে অজ্ঞাতনামা ৪ জন ডাকাত সদস্যকে দেখিতে পায়৷ অপর প্রাইভেটকারের মধ্যে ডাকাত দলের অজ্ঞাতনামা আরো ৩/৪ জন ডাকাত সদস্যরা ছিল। 

অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যরা ড্রাইভার, হেলপার এবং মো. শরীফুল বেপারীর হ্যান্ডকাফ খুলে তাদের দুই হাত, দুই চোখ স্কচটেপ পেঁচিয়ে বেধে ফেলে৷ এরপর অজ্ঞাতনামা ডাকাত সদস্যরা ভাঙ্গারী মালামাল ভর্তি ট্রাকটি সহ ট্রাকের ড্রাইভার, হেলপার ও মো. শরীফুল বেপারীকে তাহাদের প্রাইভেটকার যোগে নিয়া অজ্ঞাতস্থানে চালাইয়া নিয়া যাইতে থাকে এবং ডাকাত দরের বাকী সদস্যরা আমার মালামাল ভর্তি ভাড়াকৃত বর্ণিত ট্রাকটি চালাইয়া অজ্ঞাতস্থানে নিয়া যায়। পথিমধ্যে ডাকাত সদস্যরা প্রাইভেটকারের ভিতর মো. শরীফুল বেপারীর কাছ থেকে নগদ ১৭২০ টাকা, ১টি মোবাইল ফোন, ড্রাইভারের ব্যবহৃত একটি স্মার্টফোন ছিনাইয়া নিয়া  ডাক-চিৎকার দিলে খুন করিয়া ফেলিবে মর্মে ভয়ভীতি দেখাইয়া অজ্ঞাতনামা ডাকাত সদস্যরা ডাকাতদের প্রাইভেটকার যোগে বিভিন্ন স্থানে ঘুরাইয়া লুণ্ঠিত মালামাল নিয়া নরসিংদী জেলার মাধবদী এলাকার নির্জন বালুর মাঠে হাত ও চোখ বাধা অবস্থায় তাদেরকে ফালাইয়া রাখিয়া দ্রুত প্রাইভেটকার চালাইয়া অজ্ঞাতস্থানে চলিয়া যায়।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, ট্রাক ছিনতাইয়ের ঘটনায় রোববার একটি অভিযোগ হয়েছে৷ এ বিষয়ে প্রথমিক তদন্ত চলছে আজ রাতে মামলাটি রুজু হওয়ার সম্ভাবনা আছে৷

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!