AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি : আরিফুল হক চৌধুরী


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৮:২০ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি : আরিফুল হক চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র  আরিফুল হক চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। আমরা আগে সংসদ নির্বাচন চাই। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিকসহ নানা সংকট বৃদ্ধি পাচ্ছে। গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের দোসরদের নানান চক্রান্তের অপচেষ্টা প্রতিহতের দাবিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বিশিল সমাবেশ  অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

জেলা বিএনপির আহবায়ক মৌলভীবাজার জেলার সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির অন্যান্য নেতারা বলেছেন,  স্থানীয় সরকার দেশ চালায় না। দেশ চালায় জাতীয় সংসদ। আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। ফলে গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ, এটা কার্যকর হলে গণতন্ত্র সচল হয়। তারা আরও বলেন আসন্ন রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!