দেশে শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্টের অভিযান চলবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন। তিনি আরো বলেন,শিক্ষার প্রসার হয়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষকদের সম্মান করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে। মুন্সীগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, কিছুদিন আগে মুন্সীগঞ্জের রাস্তাঘাট উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এ কাজ কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে।
তিনি আরও বলেন,মুন্সীগঞ্জে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ নির্মাণের দাবী রয়েছে এ অঞ্চলের মানুষের। এটার জন্য জায়গা পাওয়াটাই ডিফিকাল্ট। তবে আমাদের চেষ্টা রয়েছে। নির্বাচন বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসারদের রাজনৈতিক নেতাকর্মীরা প্রভাব দেখাতে পারবে না, কারণ এবার সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।
ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জামাল হোসেন মিঞার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার,বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রফেসর ড. রসময় কীর্তনীয়া, আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ.ন.ম ইমরান খান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :