নানার বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া গতিতে চালানো ব্যাটারি চালিত রিকশা ধাক্কায় দোহাজারী লালু টিয়া চৌকিদার ফাঁড়ি সড়কে ৪ বছর বয়সী ইব্রাহিম ইনাদ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাগিচা হাট এলাকার ইমরান উদ্দিন পারভেজের ছেলে, মায়ের সঙ্গে দোহাজারী পৌরসভার রায়জোয়ারা গ্রামে বেড়াতে আসে, সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে ব্যাটারি চালিত রিকশা ধাক্কায় গুরুতরভাবে আহত হন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :