AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামিন পায়নি ব্রাহ্মণবাড়িয়া ছাএলীগ কর্মী খাদিজা আক্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০১:৩৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
জামিন পায়নি ব্রাহ্মণবাড়িয়া ছাএলীগ কর্মী খাদিজা আক্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সহসভাপতি আফরিন ফাতেমা জুঁইয়ের সহযোগী হিসেবে পরিচিত খাদিজা আক্তারের জামিন নামঞ্জুর করেছে আদালত। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এ শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করা হয়। আটক খাদিজার বিরুদ্ধে ৩০৭, ৩২৩ ও ৩২৫ ধারায় মামলা চলমান রয়েছে। আদালত ৩০৭ ধারায় চলমান মামলার শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। 

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আরিফুল হক মাসুদ জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগষ্ট সংঘর্ষের ঘটনায় গত ১২ই ফেব্রুয়ারি পুলিশ খাদিজা আক্তারকে আটক করে। এরপর মামলাটি জামিন শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে খাদিজা আক্তারের জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ যে, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করেন। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘাতে জড়িত থাকার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত খাদিজা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ছয়গ্রাম হাজী বাড়ির মনির হোসেনের মেয়ে। সে সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আফরিন ফাতেমা ওরফে জুঁইয়ের একান্ত সহযোগী ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!