ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কমিরুল ইসলাম নামে এক চালককে গলা কেটে চার্জার অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার রূপগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চালক কমিরুল ইসলাম (৩৮) বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া সরমজানি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর দুই ব্যক্তি অটোরিকশাটি ভাড়া করেন। তারা হরিণমারি এলাকায় আমগাছ দেখার কথা বলে রিকশায় উঠেন। রূপগঞ্জ এলাকায় পৌঁছালে তারা ধারাল অস্ত্র দিয়ে কমিরুল ইসলামের গলায় আঘাত করেন এবং অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দোষীদের শনাক্ত করতে কাজ চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :